Monday, August 18, 2025

অনলাইনে জাতীয় পরিচয়পত্রের তথ্য যেভাবে সংশোধন করবেন

আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড নিয়ে অনেকেই বিপদে আছেন। কেউ হারিয়ে ফেলেছেন, আবার পরিচয়পত্রে কারও নাম ভুল কিংবা তথ্য ভুল এসেছে। এমতবস্থায় আপনি নিজেই অনলাইনে তথ্য সংশোধন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনি চাইলে ভোটার আইডি কার্ডের ছবিও পরিবর্তন করতে পারবেন।  

জেনে নিন যেভাবে তথ্য পরিবর্তন করবেন-
https://services.nidw.gov.bd/registration ঠিকানা ব্যবহার করে রেজিস্ট্রেশন করার চেষ্টা করুন। (এই সাইট https ফরম্যাটে হওয়াতে আপনার ফায়ারফক্স ব্রাউজারে এটা লেখা আসতে পারে This Connection is Untrusted সেক্ষেত্রে সমাধান হলো প্রথমে Understand the Risks ক্লিক করেন।

On the warning page, click I Understand the Risks.https://services.nidw.gov.bd/registration
Click ‘Add Exception’…. The Add Security Exception dialog will appear. Click ‘Confirm Security Exception’ ক্লিক করুন সাইট চলে আসবে। এরপর-

প্রয়োজনীয় তথ্যাবলী পূরণ করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
আপনার কার্ডের তথ্য ও মোবাইলে প্রাপ্ত এক্টিভেশন কোড সহকারে লগ ইন করুন।
তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাদ করে সেটির প্রিন্ট নিয়ে নিন।
প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে সেটির স্ক্যানকৃত কপি অনলাইনে জমা দিন।
তথ্য পরিবর্তনের স্বপক্ষে প্রয়োজনীয় দলিলাদি কালার স্ক্যান কপি অনলাইনে জমা দিন।
এবার ‘রেজিষ্ট্রেশন ফরম পূরণ করতে চাই’ ক্লিক করুন।

আরও পড়ুনঃ  যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির দায়িত্ব নেন

এবার ফরমটি সঠিক ভাবে পূরণ করুন-

এন.আই.ডি নম্বর: (আপনার এন.আই.ডি নম্বর যদি ১৩ সংখ্যার হয় তবে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন।

উদাহরণ: আপনার কার্ড নাম্বার ১২৩৪৫৬৭৮৯১০০০ ও জন্মসাল ১৯৯০ আপনি এভাবে দিবেন১৯৯০১২৩৪৫৬৭৮৯১০০০)

জন্ম তারিখ: (কার্ড দেখে সিলেক্ট করুন)

মোবাইল ফোন নম্বর: (আপনার সঠিক মোবাইল নম্বর দিন কারণ মোবাইলে ভেরিফাই কোড পাঠাবে)

ইমেইল: (ইচ্ছা হলে দিতে পারেন না দিলে সমস্যা নাই, ইমেইল আইডি দিলে পরবর্তীতে লগইন করার সময় ভেরিফাই কোড ইমেইলে সেন্ড করতে পারবেন যদি মোবাইল হাতের কাছে না থাকে)

বর্তমান ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।

আরও পড়ুনঃ  নতুন করে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি খামেনেয়ির

স্থায়ী ঠিকানা: বিভাগ জেলা উপজেলা/থানা সিলেক্ট করুন ভোটার হবার সময় যা দিয়েছিলেন।

লগইন পাসওয়ার্ড: পাসওয়ার্ড অবশ্যই ৮ সংখ্যার হতে হবে বড় হাতের অক্ষর ও সংখ্যা থাকতে হবে যেমন: BanglaBD20

এবার সঠিকভাবে ক্যাপচার পূরণ করুন ছোট হাতের বড় হাতের অক্ষর বা সংখ্যা যা দেওয়া আছে তাই বসান তবে স্পেস দিতে হবে না । এবার ‘রেজিস্টার’ বাটন ক্লিক করে দ্বিতীয় ধাপে চলে যান।

ফরমটি সঠিক ও সফলভাবে রেজিস্টার করার পর দেখুন আপনার মোবাইলে ভেরিফাই কোড এসেছে ও ব্রাউজারে ঐ কোড সাবমিট করার অপশন এসেছে, নিচের ছবির মতো স্থানে আপনার মোবাইলের ভেরিফিকেশন কোড বসান ও রেজিস্টার বাটনে ক্লিক করুন।

(২ মিনিটের মধ্যে মোবাইলে কোড না আসলে পুনরায় কোড পাঠান (SMS) ক্লিক করুন)

সঠিকভাবে কোড প্রবেশ করার পর আপনার Account Active হয়ে যাবে। এবার একটি পেইজ আসবে আপনাকে লগইন করতে বলা হবে অথবা লগইন লিংক https://services.nidw.gov.bd/login

আরও পড়ুনঃ  ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি গ্রেফতার

লগইন করতে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর (১৩ সংখ্যার হলে অবশ্যই প্রথমে আপনার জন্মসাল দিয়ে নিবেন) জন্মতারিখ ও আপনার দেওয়া পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই কোড কিভাবে পেতে চান তা সিলেক্ট করতে হবে।
রেজিস্ট্রেশন করা মোবাইল নাম্বার আপনার হাতের কাছে থাকলে মোবাইলে তা না হলে ইমেইলে সিলেক্ট করুন।

এবার ‘সামনে’ ক্লিক করুন। আপনার সিলেক্ট করা অপশন মোবাইলে বা ইমেইল থেকে ভেরিফাই কোড বসিয়ে লগইন করুন। দুই মিনিটের মধ্যে যদি কোড না আসে তবে ‘পুনরায় কোড পাঠান’ বাটনে ক্লিক করুন।
নির্বাচন কমিশনের কাছে থাকা আপনার ডাটাবেজের সব তথ্য দেখা যাবে এবার। নিচের যেকোনো অপশনে চাহিদা অনুযায়ী ক্লিক করুন আর তথ্য হালনাগাদ করুন। এভাবেই আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন কিংবা ছবি পরিবর্তন করতে পারবেন খুব

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ