Monday, August 18, 2025

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা আবারো জেলার ভিতরে রেজাল্টে সেরা

আরও পড়ুন

সাতক্ষীরা,প্রতিনিধি:

আলহামদুলিল্লাহ, এবারের পরীক্ষার ফলাফলেও সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসা পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে জেলার মধ্যে শীর্ষস্থান অধিকার করেছে। মাদ্রাসাটির ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) পেয়ে জেলার সর্বোচ্চ এ+ অর্জনের গৌরব অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ জানান, “এটি আমাদের জন্য গর্বের বিষয়। ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা ভালো রেজাল্ট করে মাদ্রাসাকে আলোকিত করেছে, তারা আমাদের ভবিষ্যতের আশা। আমরা তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানাই।”

আরও পড়ুনঃ  নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাব্বানি গ্রেফতার

ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য অনেকে উচ্চশিক্ষার লক্ষ্যে ইতোমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, অদূর ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে আরও আধুনিক পদ্ধতি ও সুযোগ-সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ