ভারতের বিহারের রাজধানী পটনায় প্রকাশ্যে এক আইনজীবীকে গুলি করে হত্যা করা হয়েছে। একটি পুলিশ স্টেশনের মাত্র ৩০০ মিটার দূরে এ ঘটনা ঘটে। আসন্ন বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস থাকা অবস্থায় এক সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার প্রকাশ্যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর এনডিটিভি
আইনজীবী জিতেন্দ্র কুমারকে কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, অন্তত তিন রাউন্ড গুলি চালানোর পর সব হামলাকারী দ্রুত পালিয়ে যায়। তবে হামলাকারীদের সঠিক সংখ্যা জানা যায়নি।
পুলিশ হামলাকারীদের শনাক্তে ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করছে।
পটনা (সিটি) পুলিশ পরিদর্শক পরিছয় কুমার সাংবাদিকদের জানান, জিতেন্দ্র কুমারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, জিতেন্দ্র কুমার চা খেতে রাস্তার ধারে একটি দোকানে গিয়েছিলেন তখনই গুলির ঘটনা ঘটে।
তিনি আরও বলেন, ‘জিতেন্দ্রের পরিবার জানিয়েছে যে তিনি নিয়মিত এই এলাকায় চা খেতে যেতেন। চা খাওয়া শেষ করে বেরিয়ে যাওয়ার সময় হামলার ঘটনা ঘটে। তবে তিনি গত দুই বছর ধরে আইন চর্চায় ছিলেন না।